রাবিতে ‘বিদেশির চোখে বাংলা ভাষা’ র্শীষক আলোচনাসভা
প্রকাশ: ২০১৭-০৪-১৮ ১৮:২৭:৫০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘বিদেশির চোখে বাংলা ভাষা’ র্শীষক এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের ১৫০ নম্বর কক্ষে এ সভাটির আয়োজন করে বাংলা বিভাগ।
সভায় মূল বক্তা হিসেবে লন্ডন বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর হানা রুথ টমসন বলেন, ‘বাংলার উপর প্রেমে পড়ে এই বাংলা ভাষা শিখেছি। আমি যখন এই দেশে প্রথম আসি তখন বাংলা ভাষা শেখার ভালো কোনো বই পাইনি, তবে নিজে গবেষণা করে ‘বেঙ্গলি : এ কম্প্রেহেনসিভ গ্রামার’ নামের একটি বাংলা ব্যাকরণ রচনা করেছি। বিদেশিরা কিভাবে ভালো বাংলা শিখতে পারে সেই লক্ষ্যে কাজ করেছি।’
অধ্যাপক টমসন আরও বলেন, ‘যেই বিষয় আমরা না বুঝে মুখস্ত করি তা আমাদের ভালো মনে থাকে না, কিন্তু তা যদি ভালো লাগা থেকে পড়ি তা অব্যশই মনে থাকবে। অনেক বিদেশি আছেন যারা বাংলা ভাষা নিয়ে গবেষণা করেন। বাংলা ভাষার আওয়াজ আমাকে মুগ্ধ করে তাই বার বার ছুটে আসি এই দেশে।’
বাংলা বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক পি এম সফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় ড. টমসনের জীবনী ও গবেষণা পরিচিতি পাঠ করেন বিভাগের সহকারী অধ্যাপক গৌতম দত্ত। সহকারী অধ্যাপক ড. সুমাইয়া খানমের সঞ্চালনায় সভায় স্বাগত উপস্থিত ছিলেন অধ্যাপক খন্দকার ফরহাদ হোসেন, অধ্যাপক সরকার সুজিতকুমার, অধ্যাপক মিজানুর রহমান খান, আইবিএস’র পরিচালক অধ্যাপক স্বরোচিষ সরকার প্রমুখ।