চট্টগ্রামে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষে আহত ৫
প্রকাশ: ২০১৭-০৪-১৮ ১৮:৪৬:৪৮
চট্টগ্রামে নির্মাণাধীন সুইমিংপুল ঘেরাও করতে গিয়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন নগর ছাত্রলীগে নেতা-কর্মীরা। এতে পুলিশের দুজন সদস্য গুরুতর আহত হয়েছেন। এদের একজনের পায়ে গুলি এবং আরেকজনের মাথায় ইটের আঘাত লেগেছে। এছাড়া ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীও পুলিশের পিটুনিতে আহত হয়েছেন। আজ বিকালে এ ঘটনা ঘটে।
এসময় জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে আউটার স্টেডিয়ামের ভিতরে সুইমিংপুল এলাকায় ও বাইরে বিভিন্ন দোকানপাটে ব্যাপক ভাংচুর চালায়। বিকালে চট্টগ্রামের আউটার স্টেডিয়াম এলাকায় এ ঘটনায় ব্যাপক গাড়ি ভাংচুরও হয়েছে। এর আগে রবিবার নগর ছাত্রলীগের এ সুইমিংপুল বন্ধের বিষয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বলে জানান নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রণি।
কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন বলেন, এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিম মোতায়েন করা হয়েছে। বর্তমানে স্বাভাবিক আছে।
সরেজমিনে প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের বাধা উপেক্ষা করে আউটার স্টেডিয়ামের ভেতরে ঢুকে পড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা টিনের বেস্টনী উপড়ে নির্মাণসামগ্রী ভাংচুর করে। এছাড়া বাইরে বিভিন্ন দোকানপাট ও গাড়ি ভাংচুৃর করে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। ছাত্রলীগের নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপ করতে থাকে। এছাড়া কাজির দেউড়ি থেকে আসকার দীঘির পাড়ের দিকে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্রলীগ। এই ঘটনার পর পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘাতের পর ওই এলাকায় ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।