পিরোজপুরে সন্ত্রাসী হামলায় যুবলীগ কর্মী নিহত
প্রকাশ: ২০১৭-০৪-২৫ ১৬:১০:৩৫
পিরোজপুর শহরের বাস টার্মিনাল এলাকায় সোমবার সন্ধ্যায় সন্ত্রাসী হামলায় আহত যুবলীগ কর্মী রাসেল শেখ (৩৫) রাত একটার দিকে খুলনা হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় সদর থানা পুলিশ মঙ্গলবার সকালে পৌর যুবলীগের নেতা আবু সাঈদকে গ্রেফতার করেছে।
গতকাল সন্ধ্যায় কয়েকজন যুবক রাসেল শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা উদ্ধার করে দ্রুত পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিত্সা শেষে উন্নত চিকিত্সার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাত ১টার দিকে রাসেল মারা যান।
রাসেলের মাথা, ঘাড়, হাত ও পায়ে মারাত্মক জখমের আঘাত ছিল বলে জানিয়েছেন পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক ইসতিয়াক আহম্মেদ।
রাসেল ইন্দুরকানী উপজেলার লাহুরী গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে। তিনি শহরতলীর মাছিমপুরে সপরিবারে বসবাস করতেন। তিনি পিরোজপুর জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম সুমনের ঠিকাদারি ব্যবসা দেখাশুনা করতেন। এছাড়া একজন ভলিবল খেলোয়ার ছিলেন। শহরে চলমান সরকারি দলের আন্তঃকোন্দলের জের ধরে রাসেলকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে শহরের লোকজন বলাবলি করছে।
পিরোজপুর সদর থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস জানান, এ ঘটনায় আবু সাঈদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ খবর লেখাকালে থানায় মামলার প্রক্রিয়া চলছে। আবু সাঈদ পৌর যুবলীগের নেতা এবং তরুন ঠিকাদার।