মুকসুদপুরে আ.লীগের আতিকুর জয়ী

প্রকাশ: ২০১৭-০৪-২৬ ১১:৩৩:২৮


Atiar_Rahman_Miaগোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুর রহমান মিয়া (নৌকা) বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬ হাজার ৭১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (স্বতন্ত্র) মিজানুর রহমান মৃধা (চামচ) পেয়েছেন ২ হাজার ১৮৫ ভোট এবং  মিজানুর রহমান লিপু (ধানের শিষ) পেয়েছেন ৭৭৫ ভোট।

গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ওহিদুজ্জামান মুন্সী বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার মুকসুদপুর পৌরসভা নির্বাচনে ১৪ হাজার ৯৩৭ জন ভোটারের মধ্যে ১২ হাজার ৩৪১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। দিনভর শতকরা ৮২.৬২ ভাগ ভোট পড়ে।

আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যদিয়ে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।