রাজশাহীতে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ: ২০১৭-০৪-৩০ ১১:০৫:২২


Rajibরাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অফিসার্স মেস থেকে আরএমপির রাজপাড়া জোনের সহকারী কমিশনার (এসি) সাব্বির আহম্মেদ সরফরাজ ওরফে প্রীতমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকেল ৪টার দিকে অফিসার্স মেসের নিচতলার একটি কক্ষের দরজা ভেঙে এসি সরফরাজের লাশটি উদ্ধার করা হয়। এ সময় তার বাবা পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবাইদুল্লাহ এবং আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরএমপির পুলিশ অফিসার্স চত্বরে  কোনো সাংবাদিককে প্রবেশ করতে দেয়া হয়নি।
পুলিশের সূত্রগুলো জানায়, শনিবার সকাল ১০টার দিকে পুলিশ অফিসার্স মেসের কর্মচারীরা নিজ কক্ষে এসি সরফরাজের লাশ জানালার গ্রিলের সঙ্গে লাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। এ সময় তারা ঘটনাটি অফিসাস মেস কর্তৃপক্ষকে জানায়। খবর পেয়ে আরএমপির কমিশনার মো. সফিকুল ইসলাম এবং পুলিশের ক্রাইম সিনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
বিকেল ৫টার দিকে লাশ নামানো ও আলামত সংগ্রহ শেষে বেরিয়ে যাবার সময় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার তৌহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, আলামত দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি (এসি সরফরাজ) আত্মহত্যা করেছেন। তার মানি ব্যাগ থেকে রক্ত দিয়ে লেখা ‘লাভ ইউ’ চিরকুট উদ্ধার করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা।
এর আগে দুপুরে ঘটনাস্থল সরেজমিনে ঘুরে গিয়ে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এনামুল হক সাংবাদিকদের জানান, এসি সরফরাজের গলায় লাইলনের দড়ির ফাঁস লাগানো ও সোফায় বসা অবস্থায় রয়েছে। দঁড়ির অপর প্রান্ত জানালার গ্রিলের সঙ্গে আটকানো রয়েছে। সোফায় কোনোভাবে পা স্লিপ করে গলায় ফাঁস লেগে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধরণা করা হচ্ছে। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ওই কক্ষে ঢোকার আর কোনো ব্যবস্থা না থাকলে এবং শরীরে আঘাতের চিহ্ন পাওয়া না গেলে এটাকে আত্মহত্যা বলা যাবে।