সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চায় বিএনপি
প্রকাশ: ২০১৭-০৫-০২ ১৩:১০:৪৫
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য মাঠ তৈরি হলে বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত। এমনটাই জানালেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নির্বাচনের প্রার্থী চূড়ান্তের ব্যাপারে সাংবাদিকদের তিনি বলেন, আওয়ামী লীগের ‘কাদের’র সঙ্গে বিএনপির ‘কাদের’র তুলনার প্রয়োজন নেই। বিএনপি সবসময় নির্বাচনমুখি রাজনৈতিক দল, নির্বাচনে বিশ্বাস করে। যদি সহায়ক সরকার থাকে, নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত থাকে, সেক্ষেত্রে বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত।
মঙ্গলবার জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলানগরস্থ বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ যতই বুঝতে পারছে যে জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ছে, ততই গণতান্ত্রিক পরিবেশ ও ক্ষেত্রকে সংকুচিত করে একদলীয় শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করছে।’
ফখরুল বলেন, ‘জনগণ বিচার করবে আওয়ামী লীগ দেশের জন্য কি করছে, তারা কত দুর্নীতি করছে। একটি নিরপেক্ষ নির্বাচন হলে তারা(জনগণ) এর জাবাব দেবে।’