কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রথম সম্মেলন অনুষ্ঠিত
আপডেট: ২০১৭-০৫-০৪ ১২:২৬:০৬
বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার প্রথম বার্ষিক সম্মেলন আজ বুধবার বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের “গাহি সাম্যের গান” মঞ্চে অনুষ্ঠিত হয় ।
সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, ‘শেখ হাসিনার অর্জন ধূলিসাৎ করতে চায় সন্ত্রাস ও জঙ্গিবাদের নেত্রী খালেদা জিয়া। তাই আগামী নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তিকে আবারো বিজয়ী করে ক্ষমতায় বসাতে হবে। এজন্য ছাত্রলীগের নেতাকর্মীকে কাজ করতে হবে।
বুধবার (৩ মে) দুপুর ২টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সর্বাগ্রে নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে হবে’।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আপেল মাহমুদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্র সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ডা. দিপু মনি । তিনি বলেন, আওয়ামীলীগের যে ধারাবাহিক উন্নয়ন এটিও গনতন্ত্রের চর্চা, আমরা প্রতিটি পর্যায়ে গনতন্ত্রের সঠিক চর্চার মাধ্যমে গনতন্ত্রকে এগিয়ে নিয়ে যাব। গনতন্ত্র গনতন্ত্র করে যে অপশক্তি চিৎকার করছে, তাদের সাথে সুর মিলিয়ে আরো কিছু সুবিধাবাদী যারা আমাদের গনতন্ত্রকে বিপথে নিয়ে যাওয়ার জন্য দেশি–বিদেশি চক্রকে নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদেরকে রুখতে হবে।
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন ।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম জনি, উপ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাঃ মোহাম্মদ ইফাজ সামিহ, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহীত উল আলম, ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি মো. এহতেশামুল আলম প্রমূখ।
এর আগে বিশ্ববিদ্যালয়ের পুরাতন খেলার মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিরা।