সুবিধা বঞ্চিতদের ‘ইউরেকা স্কুল’ এ শতভাগ পাশ

প্রকাশ: ২০১৭-০৫-০৪ ১৯:৩৫:০০


Urecaএবারের এসএসসি পরীক্ষায় সুবিধাবঞ্চিত ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের প্রাণের “ইউরেকা স্কুলে” শত ভাগ শিক্ষার্থী পাশ করেছে। বৃহস্পতিবার (৪ মে, ২০১৭ইং) প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নূরুজ্জামান ফিরোজ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এবারই ইউরেকা স্কলের ছাত্র-ছাত্রীরা প্রথম এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেছে। ১৭ জন ছাত্র-ছাত্রী  ্এবারের পরীক্ষায় অংশ গ্রহন করেছিল।

তিনি আরো জানান, সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের জন্য চালু হতে যাচ্ছে “ইউরেকা মডেল কলেজ”।  ্এখানে সুবিধাবঞ্চিত ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের জন্য সম্পূর্ণ বিনা ভর্তি ফি ও বিনা বেতনে ভর্তির সুবিধা থাকবে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জানান, শুধুমাত্র সেবামূলক এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি কার্যক্রম শুরু করবে। আগামী ৬ মে ২০১৭ইং থেকে ভর্তি প্রক্রিয়া চালু হবে।

সানবিডি/ঢাকা/এসএস