দাউদকান্দিতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশ: ২০১৭-০৫-০৬ ১৬:২২:১০


Rajonকুমিল্লার দাউদকান্দিতে যুবলীগ নেতা আমির হোসেন রাজনকে(৩৫) দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। গুরুতর আহত রাজনকে ঢাকা নেয়ার পথে শনিবার দুপুরে তার মৃত্যু হয়। দাউদকান্দি পৌর এলাকায় শনিবার বেলা ১১টার দিকে ধারালো ছেনি দিয়ে তাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।

নিহত যুবলীগ নেতা দাউদকান্দি পৌর এলাকার কাজীরকোনা গ্রামের দুলাল মুন্সির ছেলে। রাজন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ছিলেন।

দাউদকান্দি থানার ওসি মিজানুর রহমান জানান,জায়গা জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে দুর্বৃত্তরা রাজনকে ছেনি দিয়ে হাতে ও পায়ে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে প্রথমে গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা নেয়ার পথে রাজনের মৃত্যু হয়। রাজন হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান ওসি।