রাতে ইংল্যান্ড যাচ্ছেন মাশরাফি
প্রকাশ: ২০১৭-০৫-০৬ ১৬:৩০:১১
আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে শনিবার ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যক্তিগত উদ্যোগে সন্ধ্যা সোয়া সাতটায় ইংল্যান্ডে রওনা দেবেন নড়াইল এক্সপ্রেস।
এর আগে গত শনিবার সকালে হঠাৎ অসুস্থ বোধ করেন মাশরাফির স্ত্রী সুমনা। দ্রুত তাকে ভর্তি করা হয় মোহাম্মদপুরের একটি ক্লিনিকে। খবর শুনেই সাসেক্সের কন্ডিশনিং ক্যাম্প ছেড়ে কয়েক দিনের ছুটি নিয়ে দেশের উদ্দেশে রওনা দেন মাশরাফি।
পড়ে জানা যায় মাশরাফির স্ত্রী সুমনা হক শুধু একা নন, অসুস্থ তার ছেলে সাহিল মর্তুজাও। গত ৪ মে আবারও লন্ডনের বিমান ধরার কথা থাকলেও তা পরিবর্তন করে আজ যাচ্ছেন মাশরাফি।
এদিকে সাসেক্সে কন্ডিশনিং ক্যাম্পে দলের সঙ্গে যোগ দিতে গতকাল মধ্যরাতে ঢাকা ছেড়েছেন সাকিব এবং মোস্তাফিজ। এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে করে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন টাইগার দুই তারকা।
উল্লেখ্য, আগামী ১২ মে থেকে আয়ারল্যান্ডে শুরু হবে তিনজাতি ক্রিকেট সিরিজ। এরপর ১ জুন থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।