এসএসসি পাস করেছে সেই বাক প্রতিবন্ধী তাসলিমা
প্রকাশ: ২০১৭-০৫-০৬ ১৭:৫৯:৩৪
শ্রবণ ও বাক প্রতিবন্ধীত্ব রুখতে পারল না তাসলিমাকে। এবার এসএসসি পরীক্ষায় জিপিএ ৩.২৩ পেয়েছে সে। তাসলিমা কথা বলতে পারে না এবং কানেও শুনতে পায় না। সমাজের সবাই তাকে বোবা বা বাক প্রতিবন্ধী বলেই জানে। এমন এক শ্রবণ ও বাক প্রতিবন্ধী তাসলিমা খাতুন (১৫) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মমরেজ গলগন্ডা পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। অন্যসব শিক্ষার্থীদের মতই পরীক্ষার খাতায় স্বাভাবিক উত্তর লিখে জানিয়ে দিলো নিজের ইচ্ছে শক্তি থাকলে অসম্ভবকেও জয় করা সম্ভব।
তাসলিমা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের মধ্য কর্ণা গ্রামের দিনমজুর বদর উদ্দিনের মেয়ে। মা শাহীনা বেগম একজন গৃহিনী। তিন ভাই বোনের মধ্যে সে দ্বিতীয়। তার দুই ভাই শাহ্ আলম (১৮) ও সিনহা (১০)। তাসলিমা প্রতিবন্ধী হিসাবে জন্ম নিলেও মেয়ের প্রতি যত্নের কমতি ছিলনা মা শাহীনা বেগমের। অস্বচ্ছল পরিবারের মেয়ে হলেও বাবা-মার আগ্রহ আর বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় সে উপজেলার মমরেজ গলগন্ডা পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তার এ ফলাফলে খুশি মা-বাবা আত্মীয়-স্বজনসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হানিফ খান। তার ইচ্ছা সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষক হবেন।
কারণ জানতে চাইলে সে জানায়, তার মত সমাজে যাঁরা শ্রবণ ও বাক প্রতিবন্ধী রয়েছেন তাদেরকে শিক্ষার আলো পৌঁছে দেওয়া। অস্বচ্ছল পরিবারের এই মেয়েটি লেখাপড়া চালিয়ে যেতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তার মা শাহীনা বেগম। তিনি বলেন, মেয়ের স্বপ্ন যাতে বাস্তবায়িত হয় এ জন্য আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।