শেকৃবিতে অন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রতিযোগীতা ও প্রদর্শনী
প্রকাশ: ২০১৭-০৫-০৬ ১৮:২৬:৩১
আগামী ১৬ মে শেকৃবি ফটোগ্রাফিক সোসাইটি কর্তৃক রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ৪র্থ বারের মতো অন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রতিযোগীতা ও প্রদর্শনী আয়োজিত হবে। শনিবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
শেকৃবি জানিয়েছে, এই প্রতিযোগীতা ও প্রদর্শনীতে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অধ্যয়নরত শিক্ষার্থী ও কর্মকর্তারা অংশগ্রহণ করতে পারবে। মোবাইল ক্যাটাগরি, ডিজিটাল ক্যামেরা ক্যাটাগরি ও মিশ্র ক্যাটাগরি এই তিন ক্যাটাগরিতে ছবি আহ্বান করা হয়েছে।
শেকৃবি জানায়, প্রত্যেক প্রতিযোগী ১ টি ক্যাটাগরিতে সর্ব্বোচ্চ ৩ টি করে মোট ৯টি ছবি জমা দিতে পারবে। ছবি জমা দেওয়ার শেষ সময় ১৩ মে, ২০১৭ রাত ১২:০০ টা। ছবি পাঠানোর ঠিকানা saups.org@gmail.com
সব ক্যাটাগরি মিলিয়ে সেরা ৩০ টি ছবি নিয়ে প্রদর্শন করা হবে। এই প্রদর্শনীর জন্য মনোনীত প্রত্যেক প্রতিযোগীকে ১০০ টাকা রেজিস্ট্রেশন ফি বাবদ প্রদান করতে হবে।
উল্লেখ্য, প্রতিটি ক্যাটাগরিতে প্রথম তিন জনকে বিশেষভাবে পুরষ্কৃত করা হবে। এছাড়াও প্রদর্শনীর জন্য মনোনীত সকল প্রতিযোগীকে শেকৃবি ফটোগ্রাফিক সোসাইটি কর্তৃক সার্টিফিকেট ও শুভেচ্ছা পুরষ্কার প্রদান করা হবে।
সানবিডি/শেকৃবি/সাদাত/এসএস