জাককানইবি ছাত্রলীগের কমিটি ঘোষণা
প্রকাশ: ২০১৭-০৫-০৮ ১০:০৭:৩৩
বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নব গঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে হয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের নজরুল ইসলাম বাবু এবং সাধারণ সম্পাদক অর্থনীতি বিভাগের রাকিব হাসান।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইনের স্বাক্ষরিত ১২ সদস্য বিশিষ্ট কমিটির সহ-সভাপতি পদে রয়েছেন অনিক সরকার সনি, নুরে রাব্বি মুরাদ, তানভীর আহমেদ পাপ্পু ও মো রিপন চৌধুরী। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয়েছে মোঃ নয়ন মন্ডল, নাজমুস সাকিব, সুব্রত কুমার চক্রবর্তী ও আকাশ চক্রবর্তীকে।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে উল্লেখ রয়েছে ইসমত জাহান হিমি এবং দেবী দাস গুপ্তের নাম। এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা হওয়ার সংবাদে ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা। উল্লেখ্য, গত ৩ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মুক্ত মঞ্চে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১ম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের ৪দিন পর গতকাল সাত মে রবিবার এ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।