বি.এম কলেজে রবীন্দ্রজয়ন্তী পালন
প্রকাশ: ২০১৭-০৫-০৯ ১৮:৪২:৫৩
নানা আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। মঙ্গলবার সরকারি বি.এম কলেজের কবি জীবনানন্দ দাশ চত্ত্বরে সাংস্কৃতি পরিষদ আয়োজনে এ রবীন্দ্রজয়ন্তী পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সরকারি বি এম কলেজ, বরিশালের অধ্যক্ষ প্রফেসর স.ম. ইমানুল হাকিম। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি বি এম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর স্বপন কুমার পাল।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, এ.এস. কাইয়ুম উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক, শিক্ষক পরিষদ, ড. মেথিউ সরোজ বিশ্বাস, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক আহ্বায়ক, সরকারি বি এম কলেজ, বরিশাল, এ্যাড. এস.এম ইকবাল, সভাপতি, সাংস্কৃতিক সংগঠন সমস্বয় পরিষদ, বরিশাল, বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, সভাপতি, প্রান্তিক সংগীত বিদ্যালয়,সৈয়দ মোশারেফ হোসেন দুলাল, সভাপতিমন্ডলীর সদস্য, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, কাজল ঘোষ, সভাপতি, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, বরিশাল।
উল্লেখ্য, বিশ্বকবির প্রতিকৃতিতে পুস্পাঘ্য অর্পন করে সকাল ১০টায় আলোচনা সভার মধ্যে দিয়ে অনুষ্ঠান কর্মসূচি শুরু হয়। এর পরে বিশ্বকবির কালজয়ী সঙ্গীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।