পবিত্র শবে বরাতে রাজধানীতে আতশবাজি নিষিদ্ধ

প্রকাশ: ২০১৭-০৫-০৯ ১৯:১৬:৩৪


dmapসুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পবিত্র শবে বরাত পালনে রাজধানীতে সব ধরণের আতশবাজি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ওই দিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

মঙ্গলবার ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে শবে বরাত পালিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দিনটি পালনে ওইদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন শুক্রবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীতে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।