‘ভিশন ২০৩০’ নিয়ে সংবাদ সম্মেলনে খালেদা জিয়া( লাইভ দেখুন)
আপডেট: ২০১৭-০৫-১০ ১৮:১৮:০৭
https://www.youtube.com/watch?v=vo9RmShArLg
এ ব্যাপারে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান জানিয়েছিলেন, বিএনপি কীভাবে দেশকে ‘উন্নয়নের শিখরে’ এগিয়ে নিতে চায়, রাষ্ট্র ব্যবস্থাপনা কীভাবে ঢেলে সাজাতে চায়, মানুষের মৌলিক অধিকারগুলো কীভাবে নিশ্চিত করতে চায়, মানুষের কর্মসংস্থানের সুযোগ কীভাবে সৃষ্টি করতে চায়, অর্থনৈতিক সংস্কার কীভাবে করতে চায় এবং বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ধরন কেমন হওয়া উচিৎ বলে মনে করে, সেসব বিষয়ের বিস্তারিত থাকবে এই রূপরেখায়।
তার ভাষায়, এই ভিশন ২০৩০ হচ্ছে ‘বিএনপির রাষ্ট্রপরিচালনার পূর্ণাঙ্গ রূপরেখা’।
বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দেশের ভোটারদের একটি বড় অংশ যেহেতু তরুণ বা যুবা বয়সী, তাদের আকৃষ্ট করার জন্য বেশ কিছু প্রতিশ্রুতি থাকবে এই রূপকল্পে।