ময়মনসিংহে ছুরিকাঘাতে নারীকে হত্যা

আপডেট: ২০১৭-০৫-১৩ ১৩:১৪:০২


bloody-knife copyউচ্চশব্দে গান বাজানোর প্রতিবাদ করায় নগরীর আকুয়ায় আনোয়ারা বেগম (৪৫) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে এ হামলার শিকার হন তিনি। আনোয়ারা বেগম ওই এলাকার নজরুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছে তাঁর মেয়ে নূরজাহান খুশি (১৫)।
কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ৩৬ বাড়ি কলোনীতে শবেবরাতের নামাজের সময় সাউন্ড-বক্সে গান বাজাচ্ছিল একই এলাকার মাহাবুব, আহাদ ও রাহাদ। আনোয়ারা বেগম তাদেরকে গান বন্ধ করতে বলে। এতে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জেরে রাতে ওই নারীর বাসায় গিয়ে মাহাবুব, আহাদ ও রাহাদ তাকে ছুরিকাঘাত করে। মাকে বাঁচাতে এসে হামলার শিকার হয় মেয়ে খুশি। পরে স্থানীয়রা মা-মেয়েকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে মারা যান আনোয়ারা বেগম। তবে খুশির অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। ওসি জানান, আজ শনিবার মামলা হবে। এই ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।