শেকৃবিতে চলছে অন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনী
প্রকাশ: ২০১৭-০৫-১৭ ১৩:৪৪:৫০
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) চলছে দুদিন ব্যাপি চতুর্থ অন্তবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগীতা। প্রদর্শনীটি চলবে মঙ্গলবার সকাল ১০টা থেকে আগামীকাল বিকেল ৪টা পর্যন্ত।
শেকৃবি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি সাজিদ আহসান বলেন, প্রদর্শনীর জন্য তিনটি ক্যাটাগরিতে শিক্ষক ও কর্মকর্তাদের পক্ষ থেকে ১৮ টি এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে ১৪৯ টি সহ মোট ১৬৭ টি ছবি জমা পড়েছিলো। তার মধ্যে থেকে শিক্ষক ও কর্মকর্তাদের ৮টি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৬০ টি ছবি সহ মোট ৬৮ টি ছবি প্রদর্শনীর জন্য মনোনীত হয়।
প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ। উদ্বোধনীর সময় কমেন্ট বুকে তিনি লিখেন,” ছবি এমন হওয়া উচিৎ যে ছবি নিজেই কথা বলে। ”
আগামীকাল বিকেল ৪:০০টায় আলোকচিত্র প্রতিযোগীতার ফলাফল ঘোষণা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হবে বলে নিশ্চিত করেছেন শেকৃবি ফটোগ্রাফিক সোসাইটির সাধারন সম্পাদক ফারাহ ফাইজুন্নেছা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সোসাইটির চিফ মডারেটর ও বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. সেকেন্দার আলী। এছাড়াও উপস্থিত থাকবেন সোসাইটির মডারেটর ও অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, প্রতিটি ক্যাটাগরিতে প্রথম তিন জনকে বিশেষভাবে পুরষ্কৃত করা হবে। এছাড়াও প্রদর্শনীর জন্য মনোনীত সকল প্রতিযোগীকে শেকৃবি ফটোগ্রাফিক সোসাইটি কর্তৃক সার্টিফিকেট ও শুভেচ্ছা পুরষ্কার প্রদান করা হবে।
সানবিডি/শেকৃবি/সাদাত/এসএস