বিদেশগামী বাংলাদেশি সাংবাদিকরা নজরদারিতে
প্রকাশ: ২০১৭-০৫-১৮ ১২:৩৯:৫৪
বিদেশে ভ্রমণরত বাংলাদেশি সাংবাদিকদের কর্মকাণ্ড নজরদারিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ নির্দেশ দেয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ১২তম বৈঠকের পরামর্শ অনুযায়ী এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (বহিঃপ্রচার) স্বাক্ষরিত আদেশে বলা হয়, যদি কোনো সাংবাদিক বিদেশে দেশবিরোধী কাজে লিপ্ত হন, তবে তাকে চিহ্নিত করে মন্ত্রণালয়কে তাৎক্ষণিকভাবে জানাতে হবে।
আদেশে বলা হয়, সংসদীয় কমিটির বৈঠকে ‘বাংলাদেশ থেকে কোনো সাংবাদিক বিদেশে গিয়ে দেশের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে কিনা, সে সম্পর্কে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপরিশ করা হয়। সংসদীয় কমিটি বিদেশে ভ্রমণরত সাংবাদিকদের নেতিবাচক কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছে।
কারণ সাংবাদিকদের এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে ভুল তথ্য দিয়ে থাকে। গতকালই মন্ত্রণালয়ের এ আদেশ বিদেশের সকল দূতাবাস, হাইকমিশন ও কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।