ট্রাম্প টিমের সঙ্গে রাশিয়ার যোগাযোগ হয়েছিল : সাবেক সিআইএ প্রধান
প্রকাশ: ২০১৭-০৫-২৪ ১০:২৭:৫৩
মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) সাবেক প্রধান জন ব্রেনান বলেছেন, গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টিমের সঙ্গে রাশিয়ার যোগাযোগ হয়েছিল।
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে সম্ভাব্য রুশ হস্তক্ষেপ ও তার টিমের মধ্যে যোগসাজশ নিয়ে চলা তদন্তে প্রভাব বিস্তারের নতুন অভিযোগ উঠেছে। যোগাযোগের তথ্য-প্রমাণ প্রকাশ্যে অস্বীকার করার জন্য তিনি দেশটির শীর্ষ দুটি গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন। খবর সিএনএনের।
জন ব্রেনান গতকাল মঙ্গলবার হাউস ইন্টেলিজেন্স কমিটিতে দেওয়া সাক্ষ্যে বলেন, রাশিয়া নির্লজ্জভাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেছিল। ব্রেনান জানান, তিনি গত বছরের ৪ আগষ্ট প্রথম রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি টের পান। তখন রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি’র প্রধান আলেক্সাজান্ডার বর্তনিকভকে সতর্ক করে দিয়েছিলেন বলে জানান ব্রেনান। কিন্তু বর্তনিকভ নির্বাচনে হস্তক্ষেপের বিষয়টি অস্বীকার করেছিলেন।
অন্যদিকে ট্রাম্প ন্যাশনাল ইন্টেলিজেন্স এর পরিচালক ড্যান কোটস এবং ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির পরিচালক অ্যাডমিরাল মাইকেল রজার্সকে প্রকাশ্যে রুশ যোগসাজসের বিষয়ে প্রমাণ না পাওয়ার কথা বলতে বলেছিলেন। এফবিআই’র সাবেক পরিচালক জেমস কোমি মার্চে ট্রাম্পকে জানিয়েছিলেন সম্ভাব্য রুশ হস্তক্ষেপ নিয়ে এ দুটি প্রতিষ্ঠান তদন্ত করছে। কোটস এবং রজার্স দুইজনই ট্রাম্পের অনুরোধে অস্বস্তির মুখে পড়েন।
তবে তারা প্রেসিডেন্টের কথা মতো কাজ করতে অস্বীকৃতি জানান। গতকাল কোটস সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির সামনে সাক্ষ্য দিলেও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে হোয়াইট হাউসও কোটস ও রজার্সের সঙ্গে ট্রাম্পের যোগাযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।