নর্দান ইউনিভার্সিটিতে ত্রিপল ই-ডে উদযাপিত
প্রকাশ: ২০১৭-০৫-২৫ ১৮:০০:৩৮
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের আয়োজনে ত্রিপল ই-ডে উদযাপন করা হয়।
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডীন প্রফেসর ড. মো: একরাম আলী শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড.আনোয়ার হোসেন ।
গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান জনাব আনসার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করিম, ট্রেজারার মো: আনোয়ার হোসাইন, রেজিস্ট্রার মো:রাশিদুল ইসলাম ।
অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের হেড প্রফেসর ড. মোহাম্মদ আবদুল মতিন এবং উন্নয়ন ও আর্ন্তজাতিক বিষয় এর পরিচালক লেঃ কর্ণেল (অব:) একতেদার আহমেদ সিদ্দিকী সহ বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এসএস