নিয়োগ বাণিজ্য ফাঁস; ইবি শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি

প্রকাশ: ২০১৭-০৫-২৯ ১৬:০৪:১৪


IU.EBIইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বাণিজ্যের অডিওক্লিপ ফাঁসের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। একটি জাতীয় দৈনিকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বাণিজ্যের অডিওফাঁস ‘থ্রি ফাস্ট ক্লাসে ১৫ লাখ টাকা, ফোরে ১২’ এই শিরনামে প্রকাশিত সংবাদের তদন্তপূর্বক ইউজিসি দুই সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করে। রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার অফিস বরাবর ইউজিসি থেকে প্রেরিত ফ্যক্স বার্তার মাধ্যমে এ তথ্য জানা গেছে বলে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।

কমিটিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. এম শাহ নেওয়াজ আলিকে আহবায়ক এবং ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক খন্দকার হামিদুর রহমাকে কমিটির সদস্য সচিব করা হয়েছে।

জানা যায়, গত ২ এপ্রিল ইবি শিক্ষক নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁস ‘থ্রি ফাস্ট ক্লাসে ১৫ লাখ টাকা, ফোরে ১২’ শিরোনামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক রুহুল আমিনের বিরুদ্ধে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে বিষয়টি খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে, ২ এপ্রিল সংবাদটি প্রকাশিত হওয়ার পর ওই শিক্ষককে সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরতি দিয়ে তার বিরুদ্ধে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। পরে কমিটির আবেদনের প্রেক্ষিতে ওই কমিটিতে কণ্ঠস্বর ও আইন বিশেষজ্ঞ আরো দুই সদস্য নিয়োগ দেয়া হয়। গঠিত কমিটি তদন্ত শেষে গত ৬ মে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর নিকট প্রতিবেদন জমা দেয়।