জাককানইবি শিক্ষক সমিতির প্রতিবাদ সভা ও মানববন্ধন

প্রকাশ: ২০১৭-০৫-২৯ ১৭:২৮:৫২


JKKNIUপ্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটুক্তি, বিশ্ববিদ্যালয়ে সরস্বতী প্রতিমা ভাংচুর এবং শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আল্ জাবির কে হত্যার হুমকিসহ সকল অন্যায়-অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়  শিক্ষক সমিতির  প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজ ২৯ মে, সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক সমিতির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম, ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান, রেজিস্ট্রার ড. মো. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ড. বিজয় ভূষণ দাস, ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. সাইফুল ইসলাম, চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান নগরবাসী বর্মন, কর্মকর্তা পরিষদের সভাপতি মো. মাহবুবুল ইসলাম, উপ-পরিচালক জনসংযোগ এস এম হাফিজুর রহমান এবং শিক্ষক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ সহ সাধারণ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটুক্তি, বিশ্ববিদ্যালয়ে সরস্বতী প্রতিমা ভাংচুর এবং শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আল্ জাবিরকে হত্যার হুমকিসহ সকল অন্যায়-অবমাননার তীব্র নিন্দা জানান এবং দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু বিচারের দাবি জানান। শিক্ষক সমিতির ব্যানারে এ মানববন্ধনটি সঞ্চালনা করেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান সোহেল রানা।

সানবিডি/জাককানইবি/আজিজার/এসএস