কোহলির রেকর্ড ভাঙলেন আমলা
প্রকাশ: ২০১৭-০৫-৩০ ১০:৩৮:৪৫
কদিনের ক্রিকেটে সব থেকে কম ইনিংস খেলে ৭০০০ রান করার রেকর্ড করলেন আমলা। লাগল ১৫০ ইনিংস। ভাঙলেন কোহলির ১৬১ ইনিংসের রেকর্ড। সিরিজ জিতে গেলেও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিরাট চিন্তায় ইংল্যান্ড।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে ১২৭ বল বাকি থাকতে ৭ উইকেটে ভরাডুবি হল ইংরেজদের। মাত্র ২০ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল ইংল্যান্ডের। সেখান থেকে বেয়ারস্টো (৫১), রোলান্ড জোন্স (অপরাজিত ৩৭), উইলি (২৬) দলকে ১৫৩ রানে পৌঁছে দেন। রাবাডা ৪ টি, পার্নেল, মহারাজ ৩টি করে উইকেট নেন। দক্ষিণ আফ্রিকাকে জেতান আমলা (৫৫), ডিকক (৩৪)।