আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে শিশুর মৃত্যু
প্রকাশ: ২০১৭-০৫-৩০ ১৩:৪৮:১০
ভোলার মনপুরা উপজেলার আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে শিশু রাশেদের মৃত্যু হয়েছে। সে নিউমোনিয়া রোগে ভুগছিল। মঙ্গলবার ভোরে উপজেলার কলাতলীর চরে এ ঘটনা ঘটে। মৃত রাশেদ স্থানীয় সালাউদ্দিনের ছেলে।
মনপুরা ইউপি চেয়ারম্যান আমানত উল্লাহ আলমগীর জানান, কয়েকদিন ধরে রাশেদ নিউমোনিয়ায় ভুগছিল। ঘূর্ণিঝড় ‘মোরা’র কারণে ঘর ছেড়ে সালাউদ্দিনের পরিবার আশ্রয় কেন্দ্রে যাচ্ছিলেন। এসময় মায়ের কোলের ভেতরেই রাশেদের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক সেলিম উদ্দিন।