অল্পের জন্য রক্ষা
প্রকাশ: ২০১৭-০৬-০১ ১৩:১৬:২৯
ভয়াবহ বিমান দুর্ঘটনার মুখ থেকে ফিরে এলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। তার স্বামী ড্যানিয়েল ওয়েবার এবং ট্রুপের অন্য সদস্যরাও রক্ষা পেয়েছেন এ দুর্ঘটনায় পড়া থেকে। সানি নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে ভয়ঙ্কর পরিস্থিতির কথা জানিয়েছেন। তবে সবাই অক্ষত বলেও জানিয়েছেন তিনি।
নিজের টুইটার হ্যান্ডলে সানি বুধবার লিখেছেন, বিধাতাকে ধন্যবাদ যে আমরা সবাই বেঁচে আছি। তিনি জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণে তাদের প্রাইভেট ফ্লাইট দুর্ঘটনার মুখে পড়তে চলেছিল। খুব অল্পের জন্য বিমানটি রক্ষা পেয়েছে এবং ভয়ঙ্কর একটি ঘটনা এড়ানো গিয়েছে বলে তিনি জানিয়েছেন। সানির সঙ্গে তার স্বামী ড্যানিয়েল ছিলেন।
ছিলেন তাদের টিমের অন্য সদস্যরাও। বিমানটি দুর্ঘটনায় পড়লে সকলেরই প্রাণসংশয় হতে পারত। তবে স্বামী এবং ট্রুপসহ কবে, কখন এ বিমান দুর্ঘটনার মুখে পড়তে যাচ্ছিলেন সে সম্পর্কে টুইটে বিস্তারিত কিছু জানাননি সানি লিওন।