মাননীয় মন্ত্রী এটা ২০১৬-১৭ বাজেট নয়!

প্রকাশ: ২০১৭-০৬-০১ ১৫:৪৬:০২


Shirin Sharmin‘মাননীয় মন্ত্রী, এটা ২০১৬-১৭ নয়, ২০১৭-২০১৮ অর্থবছর হবে, ঠিক করে নিন।’ তাৎক্ষণিকভাবে স্পিকার শিরীন শারমীন চৌধুরী ভুল শুধরে দিলে এরপর অর্থমন্ত্রী ২০১৭-১৮ অর্থবছর উল্লেখ করে পুনরায় বক্তৃতা শুরু করেন।

‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ: সময় এখন আমাদের’ শিরোনামে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশের শুরুতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ ভুল করেন।

২০১৭-১৮ অর্থবছরের বাজেটের আকার যেমন ইতিহাসের সর্বোচ্চ বাজেট তেমনি এই বাজেটে ঘাটতিও হচ্ছে স্মরণকালের সর্বোচ্চ।

৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেটে প্রথমবারের মতো ঘাটতি ১ লাখ ১২ হাজার কোটি টাকা ছাড়াবে। আর ২০১৬-১৭ অর্থবছরে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার বাজেটে ঘাটতি ধরা হয়েছিল ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা।