কেকেআর বস শাহরুখ খানকে সমন
|| প্রকাশ: ২০১৫-১০-২৭ ১৯:৩৮:৪৬ || আপডেট: ২০১৫-১০-২৭ ১৯:৩৮:৪৬


ইডির মতে, ২০০৮ সালে কে কে আর-এর কিছু শেয়ার মরিশাসের এক সংস্থাকে বিক্রি করেছিলেন দলের মালিক শাহরুখ, জুহি এবং তার স্বামী জয় মেটা। সেই হস্তান্তর চুক্তিতে শেয়ারের দাম ইচ্ছাকৃতভাবে কম দেখানো হয়েছিল। এর ফলেই লঙ্ঘিত হয়েছে ফেমা অ্যাক্ট। এর আগে চলতি বছর মে মাসেও শাহরুখকে সমন পাঠিয়েছিল ই ডি।
সানবিডি/ঢাকা/রাআ