ঝাড়ফুঁকের নামে ধর্ষণ
|| প্রকাশ: ২০১৫-১০-২৭ ২০:০৭:৪২ || আপডেট: ২০১৫-১০-২৭ ২০:০৮:১৪

পুরান ঢাকার লালবাগের এক কিশোরী কাজ করে রামপুরায় একটি পোশাক কারখানায়। পেটে ব্যাথার চিকিৎসা নিতে স্বজনদের কাছ থেকে শুনে যায় লালবাগের শহীদনগহরের শাহসাবাড়ির আবদুল মালেক ফকিরের কাছে। আর সুযোগ বুঝে কিশোরীটিকে তিনি ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।
কিশোরীটি চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এখনও মামলা হয়নি এই ঘটনায়।
কিশোরী জানায়, মঙ্গলবার সকাল ১০ টার সময় সে তলপেটে ব্যাথা নিয়ে ফুপুর বাসায় যায়। ফুপু তাকে ফকিরের কাছে নিয়ে যান। আর একটি কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করেন ফকির বাবা। পরে ফুফু তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, ঘটনাটি তিনি শুনেছেন।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ঘটনাটি লোকমুখে শুনে এ বিষয়ে খোঁজখবর নিতে আমি হাসপাতালে লোক পাঠিয়েছি, তবে এ নিয়ে কেউ অভিযোগ করেনি।
সানবিডি/ঢাকা/রাআ
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
প্রতিবেশী দেশগুলো ভারত থেকে গম আনতে পারবে
-
রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখতে চান মেয়র তাপস
-
খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী
-
বেশি বাড়াবাড়ি ভালো নয়, ইতিহাস থেকে শিক্ষা নিন: কাদের
-
দুর্নীতি ও অর্থপাচার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’
-
এসডিজি বাস্তবায়নে অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে