ভিক্ষুকের সম্পত্তি যখন ১৩ কোটি টাকা!

প্রকাশ: ২০১৭-০৬-১১ ১০:২৪:৫৪


saiudi-eshaসৌদি আরবে এইশা নামের শত বছরের এক ভিখারিনীর সম্পত্তির মোট পরিমাণ প্রায় ১৩ কোটি টাকা। অবশ্য ৩ বছর আগে ওই ভিক্ষুক মারা গেছেন। তিনি মারা যাওয়ার পরেই তার এই সম্পত্তির পরিমাণ জানা যায়। জীবনের শেষ অর্ধ শতক ধরে তিনি জেদ্দার পথে ভিক্ষা করতেন।

রাশি রাশি রিয়েল ছাড়াও দৃষ্টিহীন এইশা মালকিন ছিলেন চারটি বহুতল ভবনের। প্রত্যেকটি জেদ্দার আল বালাদ জেলায়। যার দাম প্রায় ৪ কোটি ৮৮ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া গয়না এবং সোনার মুদ্রা মিলিয়ে এইশার সম্পত্তি ১ কোটি ৬২ লাখ ৮০ হাজার টাকা।

আহমদ আল সাইদি নামে এইশার পরিচিত এক ব্যক্তি জানিয়েছেন, মা আর বোন ছাড়া এইশার কোনো পরিচিতজন ছিলেন না। তারাও দুজনে ভিক্ষে করতেন। মা আর বোন মারা যাওয়ার পর তাদের সম্পত্তিও এইশার হাতে আসে। তারপরই তিনি কার্যত কুবেরের ভাণ্ডারের মালকিন হয়ে যান। তবে মজার ব্যাপার হল এত সম্পত্তির মালকিন হওয়ার পরেও এইশা কিছুতেই ভিক্ষাজীবীর জীবন ছাড়তে রাজি হননি। এছাড়া এইশার উইলে দেখা যায় তিনি সব সম্পত্তি দরিদ্রদের সেবায় উৎসর্গ করে গেছেন। সূত্র: আলআরাবিয়া ডটনেট