১০ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ শুরু

প্রকাশ: ২০১৭-০৬-১১ ১৩:০৮:২৬


Trainদশ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ সকাল ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে আখাউড়া থেকে সিলেটগামী ডেমু ট্রেন শনিবার রাত সাড়ে ১০টার দিকে লাউয়াছড়া বনের ভেতরে দুর্ঘটনায় পড়লে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
দুটি উদ্ধারকারী ট্রেন এসে গাছ কেটে লাইনচ্যুৎ বগি উদ্ধারের পর আজ সকাল সাড়ে ৮টা থেকে ওই পথে আবার ট্রেন চলাচল শুরু হয় বলে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুর রাজ্জাক জানান।