রাজশাহীতে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, শিশুসহ আটক ১২

প্রকাশ: ২০১৭-০৬-১২ ১২:৩২:০৬


Rajshahiরাজশাহীর তানোরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃংখলা বাহিনী। রবিবার গভীর রাতে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ডাঙাপাড়া গ্রামের ওই বাড়িটিতে অভিযান চালায় পুলিশ।
এসময় অস্ত্র ও বিস্ফোরকসহ আটক করা হয় সন্দেহভাজন তিন জঙ্গিকে। নারী ও শিশুসহ পরিবারের আরো ৯ জনকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে।
আজ সোমবার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত বাড়িটি ঘিরে রাখা হয়েছে। আটক করা ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ বলছে, ওই বাড়িতে দুটি সুইসাইডাল ভেস্ট ও অস্ত্র রয়েছে। ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল এলে এগুলোর সন্ধানে অভিযান চালানো হবে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী।