চট্টগ্রামে ভারী বৃষ্টিতে রাস্তায় ‘হাঁটু’ সমান পানি
প্রকাশ: ২০১৭-০৬-১২ ১৩:০৬:২৬
বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে নগরীর নিম্নাঞ্চল হিসেবে পরিচিত আগ্রাবাদ, সিডিএ আবাসিক, শান্তিবাগ, হালিশহর, ছোটপুল, চকবাজার, বাকলিয়া, কাতালগঞ্জ, দুই নম্বর গেট পানিতে তলিয়ে গেছে। এ সব জায়গার রাস্তায় কোথাও হাঁটু পানি আবার কোথাও কোমর সমান পানি। এতে চরম দুর্ভোগে পোহাচ্ছেন পোশাককর্মীসহ অফিসগামী সাধারণ মানুষ।
এদিকে, পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, সোমবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করছে। এর আগে সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রেকর্ড হয় ৮২ মিলিমিটার।
আবহাওয়া অফিস আরও জানায়, মৌসুমী নিম্নচাপের কারণেই এই বৃষ্টিপাত। এজন্য দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দুপুর নাগাদ একটানা ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এরপরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তা হবে থেমে থেমে।
সানবিডি/ঢাকা/এসএস