তথ্যপ্রযুক্তি আইনে মামলা : আফসান চৌধুরীর ৪ সপ্তাহের জামিন

প্রকাশ: ২০১৭-০৬-১২ ১৫:০৯:১৫


Afsanতথ্য প্রযুক্তি আইনের মামলায় ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক ও কলামিস্ট আফসান চৌধুরীকে ৪ সপ্তাহের জামিন দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে এই সময়ের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্ম-সমর্পণ করতে বলা হয়েছে।
বিচারপতি জিনাত আরার নেতৃত্বাধীন অবকাশকালীন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেয়।
গত ৭ জুন তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় তার বিরুদ্ধে মামলা করেন সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। এই মামলায় আজ হাইকোর্টে আত্মসমর্পণ করে জাামনি চান। তার পক্ষে অ্যাডভোকেট এম আসাদুজ্জামান শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান রুবেল।