কানাডায় বাংলাদেশি তরুণকে গুলি করে হত্যা
প্রকাশ: ২০১৭-০৬-১৩ ১৬:২৩:৪৭
কানাডার টরন্টোতে বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণকে গুলি করে হত্যা করা হয়েছে। ২০ বছর বয়সী ওই তরুণের নাম সৌমিক আসগর।
রবিবার রেক্সডেলে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। টরন্টো পুলিশ জানিয়েছে, এটি টরন্টোর এই বছরের ২১তম হত্যাকাণ্ড। পুলিশ জানায়, ব্লু হেভেন ক্রিসেন্ট ক্রিসেন্ট এলাকায় রাত আড়াইটার দিকে গুলির শব্দ শুনে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। জরুরি সেবা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছে দেখেন গাড়ির সিটে খারাপ ভাবে আহতাবস্থায় পড়ে আছেন। তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।
স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানায়, ঘটনাস্থলে গুলির শব্দের পাশাপাশি একটি সাদা রঙের এসইউভি গাড়ি দেখা গেছে। সিবিসি।