তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পানামা

প্রকাশ: ২০১৭-০৬-১৩ ১৬:৪১:৩৪


Panamaতাইওয়ানের সঙ্গে দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে চীনের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে পানামা।
সরকারি সূত্র বলছে, পানাম এই সিদ্ধান্তের মধ্য দিয়ে একচীনকে সমর্থন করল। সেইসঙ্গে তাইওয়ানও যে চীনের অংশ সেটিও বুঝিয়ে দেয়া গেল। তাইওয়ান  এ ঘটনায় ‘রাগ ও ক্ষোভ’ প্রকাশ করে বলছে যে পানামা প্রভাবান্বিত হয়ে এ সিদ্ধান্ত নিয়েছে।
চীন তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে গণ্য করে থাকে। তবুও মুষ্টিমেয় কয়েকটি দেশ বেইজিংয়ের পরিবর্তে তাইপের সঙ্গে সম্পর্ক রেখে চলছিল। তবে পানামা সর্বশেষ পক্ষ বদল করে নিল। এরফলে মাত্র ২০ দেশ বাকী থাকল যারা তাইপের সঙ্গে সম্পর্ক রেখে চলেছে। বিবিসি।