দেশে যেখানে তৈরী হয় ইমিটেশনের গহনা (ভিডিও)

প্রকাশ: ২০১৭-০৬-১৪ ১৩:১৪:১৪


বাংলাদেশে একটা সময় ছিল যখন নারীদের গহনা বলতে মূলত স্বর্ণ বা রুপার অলংকারই বোঝানো হত। সময়ের সাথে সাথে স্বর্ণ বা রুপার দাম বেড়ে যাওয়ায় বিকল্প হিসেবে চাহিদা বাড়তে থাকে ইমিটেশন বা প্লেটিং করা গহনার।

কারিগরেরাও নিজেদের টিকিয়ে রাখতে কাজ শুরু করেন তামা, পিতল বা ব্রোঞ্জের মত সহজলভ্য ধাতুর উপর। এমনই কারিগরদের একটি এলাকা ঢাকার কাছে সাভারের ভাকুর্তা ইউনিয়ন। গোটা ইউনিয়নে আছে প্রায় ৩ হাজার গহনার দোকান। কাজ করেন প্রায় ৮-১০ হাজার মানুষ।

বাংলাদেশের সর্বত্র এখন ইমিটেশনের যে গহনা পাওয়া যায় তার বেশিরভাগই তৈরি হয় ভাকুর্তার কারিগরদের হাতেই। এখানে পাইকারি গহনা বিক্রি করা হয়। এরপর শহরে এসে পলিশ ও ফিনিসিং হয় তামা ও পিতলের এসব গহনা। বাজারের চাহিদা অনুযায়ী স্বর্ণ বা রূপার গহনার আদলে তৈরী হয় নকশা। দেখুন সেই ভিডিওটি-