লন্ডনে আগুনের ঘটনায় খালেদার শোক
প্রকাশ: ২০১৭-০৬-১৫ ১২:৩৮:৫৯
পশ্চিম লন্ডনে অবস্থিত গ্রিনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন।
বুধবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা শোক বার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন,‘পশ্চিম লন্ডনে গ্রিনফেল টাওয়ারে আগুনে পুড়ে কয়েকজনের মৃত্যু ও অসংখ্য মানুষের আহতের খবরে আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি।’
তিনি বলেন, ‘আমি আশাবাদী-যুক্তরাজ্য সরকার এই দুঃখজনক সংকট দ্রুতই কাটিয়ে উঠতে সক্ষম হবেন। উদ্ধারকর্মীরা তাদের অক্লান্ত প্রচেষ্টার মধ্যদিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন, তারা দ্রুতই ভবনে আটকেপড়া মানুষদের উদ্ধার করতে সফল হবেন বলে আমি বিশ্বাস করি।’
বেগম খালেদা জিয়া তার শোক বার্তায় বলেন, ‘আগুনে পুড়ে মানুষের মৃত্যু ও গুরুতর আহতের ঘটনায় যুুক্তরাজ্যবাসীর মতো বাংলাদেশিরাও মর্মাহত। এই অগ্নিকাণ্ডে মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় আমি হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
খালেদা বলেন, ‘মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি তিনি যেন নিহতদের শোকার্ত পরিবারগুলোকে এই বিশাল শোক সইবার ক্ষমতা দান করেন। আমি নিহতদের আত্মার শান্তি এবং আহতদের আশু সুস্থতা কামনা করছি।’