কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ইফতার ও নবীনবরণ

প্রকাশ: ২০১৭-০৬-১৭ ১৫:২৬:১৮


JKKNIUজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদের অধীন ইভিনিং এমবিএ’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।গতকাল (১৬ জুন) শুক্রবার ময়মনসিংহ শহরের কমার্স কলেজের হলরুমে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এএমএম শামসুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. নির্মল চন্দ্র সাহা, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুব্রত কুমার দে, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান সোহেল রানা।

এছাড়াও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাজু আহম্মেদ, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ চৌধুরী, বিজয় চন্দ্র দাস, প্রভাষক মো. হাবিবুর রহমান,এইচআরএম বিভাগের বিভাগীয় প্রধান মো. আশরাফুল ইসলাম সহকারী অধ্যাপক মাসুদ রানা প্রমুখ। উল্লেখ্য অনুষ্ঠানে ইফতার ও দোয়ার মাহফিলের পাশাপাশি ইভিনিং এমবিএ (সামার) সেশনের নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয় । উক্ত ইফতার মাহফিলে কুরআন থেকে তিলওয়াত এবং মুনাজাত করেন বিশ্ববিদ্যালয়ের আইন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ।