তাজমহলের সঙ্গে ভারতীয় ঐতিহ্যের কোনো সম্পর্ক নেই!
প্রকাশ: ২০১৭-০৬-১৭ ১৭:৩৮:৩৭
তাজমহল বিশ্বের সাতটি আশ্চর্যের মধ্যে একটি হলেও তা ভারতের ঐতিহ্যের প্রতীক হতে পারে না। তাই গোটা বিশ্বের সামনে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরতে এবার নতুন পরামর্শ দিরেন ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেক্ষেত্রে তাজমহল বা কোন মিনারের প্রতিকৃতি না দিয়ে বিদেশিদের ভাগবত গীতা বা রামায়ণের মতো মহাকাব্য উপহার দেওয়ার পরামর্শ দিলেন আদিত্যনাথ।
কেন্দ্রের মোদী সরকারের তিন বছর পূর্তি উপলক্ষ্যে গতকাল শুক্রবার বিহারের দ্বারভাঙ্গায় এক অনুষ্ঠানে যোগি আদিত্যনাথ এসব কথা বলেন। ভারতের প্রতীক কী হওয়া উচিত তা নিয়ে মন্তব্য করতে গিয়ে আদিত্যনাথ বলেন, তাজমহল বা কোনও মিনার দেশের প্রতীক হতে পারে না। কারণ তার সঙ্গে দেশের সংস্কৃতির কোনও যোগাযোগ নেই।
তিনি জানান, আগে ভারতের রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী বিদেশে গেলে স্মারক তুলে দিতেন। সেক্ষেত্রে তাদের হাতে তাজমহল কিংবা কোনও মিনারের প্রতিকৃতি তুলে দেওয়া হতো। কিন্তু এসবের সঙ্গে ভারতীয় সংস্কৃতি বা ঐতিহ্যের কোনও যোগ নেই। কিন্তু এই প্রথম বিদেশ সফরে গিয়ে কিংবা দেশে কোন রাষ্ট্রের প্রেসিডেন্ট ভারত সফরে আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের হাতে ভাগবত গীতা অথবা রামায়ণ তুলে দিয়েছেন।
যখন কোনও বিদেশি অথিতিকে রামায়ণ উপহার দেওয়া হয় তখন তা বিহারের ইতিহাসও বহন করে বলেও দাবি করেছেন আদিত্যনাথ।
উল্লেখ্য, ১৬৩০ খ্রিষ্টাব্দে মোঘল সম্রাট শাহজাহান এই তাজমহল প্রতিষ্ঠা করেছিলেন। ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় স্থান দিয়েছে তাজকে। প্রতি বছর কয়েক লাখ পর্যটক আসেন এই তাজমহল দেখতে। মার্কিন প্রেসিডেন্ট, হলিউডের বড় অভিনেতা থেকে শুরু করে বিদেশি অতিথিরা ভারতে এলেই তাজমহল ঘুরে যান। এবার সেই তাজমহলের তাজকে উড়িয়ে দিতে চাইছেন অদিত্যনাথ।