নওগাঁয় স্কাউট ওন ও ইফতার মাহফিল

প্রকাশ: ২০১৭-০৬-১৯ ১০:০৪:৪৭


SAM_2195নওগাঁয় সান্তাহার সরকারি কলেজ রোভার গ্রুপ ও আলোর সন্ধানে মুক্ত রোভার গ্রুপের যৌথ আয়োজনে স্কাউট ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন নওগাঁস্থ ফুড প্যালেসে সন্ধ্যায় এই স্কাউট ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সান্তাহার সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. হামিদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা রোভারের কমিশনার প্রফেসর মো. আব্দুল মজিদ, আলোর সন্ধানে মুক্ত রোভার গ্রুপের উপদেষ্টা আলতাফুল হক চৌধুরী আরব, গুণীজন জয়নাল আবেদিন মুকুল, মো. আজাহার আলী, নওগাঁ জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি মো. আরমান হোসেন, জাহাঙ্গীরপুর সরকারি কলেজ রোভার গ্রুপের সিনিয়র রোভার মেট শাহিদ হাসান, রানীনগর শের এ বাংলা ডিগ্রি কলেজের রোভার মেট মো. শাকিল হোসেন সহ প্রায় পঞ্চাশের বেশি রোভার সদস্য।

অনুষ্ঠানে স্কাউটিং এর ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ নিজস্ব অনুষ্ঠান স্কাউট ওন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে রোভারিং এর সাথে বর্তমানে সম্পৃক্তদের সার্বিক উন্নতি এবং প্রয়াত সকলের জন্য দোয়া করা হয়। এবং দোয়া শেষে সকল রোভার এবং রোভার নেতাগণ ইফতার মাহফিলে অংশগ্রহন করে।