স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন মসজিদের ইমাম

প্রকাশ: ২০১৭-০৬-২০ ১২:২৭:০৫


Maguraমাগুরা সদরের হাজিপুর গ্রামে আছিয়া খাতুন (২০) নামে এক গৃহবধূকে সোমবার দিবাগত রাতে ছুরিকাঘাতে হত্যা করেছেন তার স্বামী। ঘাতক স্বামী আনোয়ার হোসেন স্থানীয় ফুলবাড়ি লক্ষিকোল মসজিদের ইমাম।
মাগুরা সদর থানার ওসি ইলিয়াছ হোসেন ও স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধ নিয়ে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের মামলা চলছিল স্থানীয় ফুলবাড়ি লক্ষিকোল মসজিদের ইমাম আনোয়ারের। ওই মামলায় জেল হাজতে থেকে দুইদিন আগে জামিনে মুক্তি পান তিনি। জামিনে মুক্ত হয়ে সোমবার রাত ১০টার দিকে তারাবি নামাজ চলাকালে শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে একা পেয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান আনোয়ার। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা সদর হাসাপাতালে নেয়া হলে সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়। রাত ২টার দিকে ঢাকা যাওয়ার পথেই আছিয়ার মৃত্যু হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আনোয়ারকে ধরার জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে বলে জানান ওসি।
আনোয়ার মাগুরা সদরের পলিতা বেড়ইল গ্রামের লাল মোহাম্মদ শেখের ছেলে। এলাকায় ইমামের দায়িত্বরত অবস্থায়ই তিনি স্থানীয় মুকুল মুন্সির মেয়ে আছিয়া খাতুনকে বিয়ে করেন।