সড়ক বিভাগের সব কর্মীর ছুটি বাতিল
প্রকাশ: ২০১৭-০৬-২০ ১৩:০৩:৪৪
ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ঈদের ছুটিসহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।
১৯ জুন থেকে শুরু করে ঈদের পরের তিন দিন পর্যন্ত এই বিভাগের কর্মীরা কোন ছুটি কাটাতে পারবেন না। সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা এক অফিস আদেশে জানানো হয়েছে।
এই আদেশে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ বিভাগ (সওজ), বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি) এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে কর্মস্থলে থাকার নির্দেশ দেওয়া হয়। সূত্র : বিডিনিউজ