নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

প্রকাশ: ২০১৭-০৬-২২ ১৩:২৮:২৮


biddutspristoনাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মমতাজ বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কেল্লাগ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ বেগম ওই এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সকালে মমতাজ বেগম তার ঘর পরিষ্কারের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি একটি বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে পড়ে বিদ্যুতায়িত হন। এ সময় তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপতালে নেয়ার পথে মমতাজ বেগম মারা যান।

বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সৈকত হাসান বিদ্যুৎস্পৃষ্টে মমতাজ বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।