জনগণ খালেদার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হতে দেবে না: হানিফ

প্রকাশ: ২০১৭-০৬-২২ ১৭:০৬:৫৯


Hanifআওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, জালিম সরকার বলে যদি কিছু থাকে, সে সরকারের প্রধান ছিলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। তাকে আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হতে দেবে জনগণ।
বুধবার রাজধানীর জিপিও’র পোস্টার অডিটরিয়ামে বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগের ২৬ হাজার নেতা-কর্মীকে হত্যা করা হয়েছিল। হাওয়া ভবনে বসে বিএনপি নেতা তারেক রহমানের নির্দেশে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে গ্রেনেড হামলা চালানো হয়েছিল। এই গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ আওয়ামী লীগের ২৪ নেতা-কমী নিহত হয়েছিলেন।
‘আওয়ামী লীগ হত্যা, গুম ও সকল নির্যাতনের বিরুদ্ধে’ উল্লেখ করে মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘সরকার পতনের আন্দোলনের নামে যারা দেশের নিরীহ মানুষকে পুড়িয়ে এবং পুলিশকে পিটিয়ে হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে সাজা দিলেই সরকার জালিম হয়ে যায় না।’
বিএনপি আবার ক্ষমতায় এলে এক কাপড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বের করে দেবেন বলে বেগম খালেদা জিয়ার বক্তব্যের জবাবে হানিফ বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে এবং আবার তাঁরা ক্ষমতায় এলে দেশকে জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দেবে।
তিনি বলেন, ‘এদেশের মানুষ ভালো করে জানে, এ দেশ ও তাঁর জনগণের প্রতি আপনার কোন দয়া-মায়া নেই। আপনার সকল প্রেম ও ভালোবাসা হলো শুধুমাত্র পাকিস্তানের জন্য।’ খালেদা জিয়ার মানসিকতার এখনো কোন পরিবর্তন হয়নি বলে উল্লেখ করে তিনি আরো বলেন, দেশের মানুষ আর কখনো বিএনপিকে দেশের ক্ষমতায় বসার সুযোগ দেবে না।
আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ ও জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু।