ঐতিহাসিক পলাশী দিবস আজ

প্রকাশ: ২০১৭-০৬-২৩ ১৬:৫৩:০৬


Polashi-Dibosআজ ২৩ জুন বাঙালি জাতির ইতিহাসে কালো অধ্যায় হিসাবে পরিচিত ঐতিহাসিক পলাশী ট্রাজেডি দিবস। আজ দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

জানা যায়, এক প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে ২৬০ বছর আগে ১৭৫৭ সালের এই দিনে (২৩ জুন ) বাংলা, বিহার ও উড়িষ্যার শেষ স্বাধীন নবাব তরুণ সিরাজউদ্দৌলা ক্ষমতাচ্যুত হন। যুদ্ধের প্রহসন হয়েছিল ভাগীরথী নদীর তীরে পলাশীর আম্রকাননে। মীরজাফর ও ঘষেটি বেগমের বিশ্বাসঘাতকতায় নবাব পরাজিত হলে স্বাধীনতার লাল সূর্য অস্তমিত হয়।