বুমরার সেই ‘নো’ বল এখন পাকিস্তানের…
প্রকাশ: ২০১৭-০৬-২৪ ১২:৪০:১৪
যানবাহনের চালকদের সতর্ক করার জন্য পাকিস্তানের ফয়সলাবাদের ট্র্যাফিক পুলিশের ভরসা এখন ভারতীয় পেসার যশপ্রীত বুমরাহ। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ৩ রানেই সাজঘরে ফিরে যেতে পারতেন পাকিস্তানের জয়ের নায়ক ফখর জামান। কিন্তু টিভি স্কিনে ধরা পড়ে বুমরার ওই বলটি করার সময়ে নির্দিষ্ট সীমানা পেরিয়ে যান। এরপর নো বলে জীবন ফিরে পেয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি করে ভারতকে ম্যাচ থেকে ছিটকে দেন। তাই টুর্নামেন্ট শেষ হলেও বুমরার নো বলের সেই ছবি দেখিয়েই গাড়ি চালকদের ট্র্যাফিক সিগন্যাল লাল থাকার সময় জেব্রা ক্রসিংয়ের নির্দিষ্ট দাগ অতিক্রম না করার নির্দেশ দেওয়া হচ্ছে।
এবিপি আনন্দের খবর, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়সলাবাদ সেদেশের তৃতীয় জনবহুল শহর। সেখানে রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা যথেষ্ট কঠিন। সেই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্যই এবার অভিনব পন্থা নিয়েছে পুলিশ। বিজ্ঞাপনে বুমরার নো বলের ছবি এবং দুটি গাড়ি দাগের পিছনে থাকার ছবি দিয়ে লেখা হয়েছে, দাগ পেরোবেন না, এর চড়া মূল্য দিতে হতে পারে। বুমরাহর সেই ভুল যাতে গাড়ি চালকরা না করেন, সেটা নিশ্চিত করাই ফয়সলাবাদ পুলিশের লক্ষ্য।