ফটোস্যুটে “সেক্সি” শাহরুখ
|| প্রকাশ: ২০১৫-১০-২৯ ১৮:৪৬:৫০ || আপডেট: ২০১৫-১০-২৯ ১৮:৪৬:৫০


গত দু’দশক ধরে রোমান্টিকতার শেষ কথা হয়ে তিনিই রাজ করে চলেছেন হিন্দি সিনেমার দুনিয়া। তাঁর আগেও অনেক রোমান্টিক নায়ক এসেছিলেন। পরেও এসেছেন। কিন্তু সিনে ইতিহাসে এক একটি সময় চিহ্নিত হতে চায় এক এক নায়ককে ধরেই।
রাজেশ খান্নার পরের জামানা যদি অমিতাভ বচ্চনের হয়, তবে তার পরের সময়ের দখল নিশ্চিতই শাহরুখ খানের। এতগুলো দিন পেরিয়ে গেছে, কিন্তু আজও তাঁর চার্ম এতটুকু ফুরায়নি। সে কথা আরও একবার প্রমাণ হল তাঁর শার্টলেস ফটোস্যুটে নভেম্বর পড়তে না পড়তে শীতের হালকা শিরশিরানিকে এক লহমায় সরিয়ে বরং তারমাত্রার পারদ কয়েক পরত ছড়িয়েই দিলেন কিং খান।
বিভিন্ন মডেলদের সঙ্গে ফটোস্যুটে ফ্রেমবন্দী হওয়া ছবিগুলোই প্রমাণ করবে এখনও কতটা ‘রোমান্টিক’ ও ‘সেক্সি’ তিনি। এজন্যই তো তিনি বলিউডের ‘কিং অব রোমান্স।
সানবিডি/ঢাকা/রাআ