শুরুতেই মাঠ ছাড়লেন সৌম্য
প্রকাশ: ২০১৭-০৯-০৭ ১০:৪১:৫৪
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের শুরুতে সৌম্যের উইকেট তুলে নিলো অস্ট্রেলিয়া। দলীয় ১১ রানে প্রথম উইকেটের পতন ঘটে টাইগারদের।
অস্ট্রেলিয়ান পেসার পেট কমিন্সের বলে খোঁচা মারতে গিয়ে লেগে স্লিপারের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৯ রানে মাঠ ছাড়েন সৌম্য।
বৃহস্পতিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হয় সকাল সাড়ে ৯টায়।
এদিন বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন ১১ বল খেলে কোনো রান যোগ না করেই ইনিংস শেষ করে অস্ট্রেলিয়া।
সাকিব আল হাসান দিনের প্রথম ওভার করেন। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ন্যাথান লিয়নকে ফেরান মুস্তাফিজুর রহমান।
স্লিপে ইমরুল কায়েসের হাতে ক্যাচ দিয়ে ৩৭৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। আর অজিরা লিড নেন ৭২ রানের।
এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৩০৫ রানে অলআউট হন।