অপহরণের পর প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ
প্রকাশ: ২০১৭-০৯-০৭ ১১:২৮:৩৭
সাভারে অপহরণের পর প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
বুধবার রাতে সাভারের চাঁপাইন তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সাভার মডেল থানার ওসি মোহসিনুল কাদির জানান, স্থানীয় এক মাদক ব্যবসায়ী দীন ইসলাম ওই ছাত্রীকে বাড়ি থেকে কৌশলে অপহরণ করে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে।
পরে ওই শিশু ধর্ষণের বিষয়টি তার বাবা-মাকে জানালে তারা সাভার মডেল থানা পুলিশকে জানায়।
এ ঘটনায় এলাকাবাসী ধর্ষণকারী দীন ইসলামকে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। ওই দিন রাতেই শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন।